৪৪ দিন ধরে মাদরাসা ছাত্র ছাদিনুর নিখোঁজ : থানায় জিডি

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

৪৪ দিন ধরে মাদরাসা ছাত্র ছাদিনুর নিখোঁজ : থানায় জিডি

সিলেট নগরের একটি হাফিজিয়া মাদরাসার ছাত্রকে ৪৪ দিন ধরে খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। এ ঘটনায় পরিবারের প থেকে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (১৫৬৩/২১-৯-১৮) করা হয়েছে। নিখোঁজ ওই ছাত্রের নাম ছাদিনুর রহমান(১১)। সে নয়াসড়ক জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসার ছাত্র ও সুনামগঞ্জ জেলার দণি সুনামগঞ্জ থানার বড়মুহা গ্রামের আব্দুল কাহারের ছেলে। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাসার কাউকে না বলে বর্তমান বাসা তাঁতিপাড়াস্থ ৪০নং বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পড়নে ছিল কচুয়া রঙ্গের পাঞ্জাবী ও নীল রঙ্গের জিন্স প্যান্ট, উচ্চতা আনুমানিক আড়াই ফুট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এদিকে গত ৭ অক্টোবর সিলেটের র‌্যাব-৯ এর অধিনায়ক বরাবরে সন্দেহভাজন এক ব্যক্তির নাম উল্লেখ করে আরো একটি দরখাস্ত দাখিল করে নিখোঁজ ছাত্র ছাদিনুর রহমানের পিতা আব্দুল কাহার। যার স্মারক নং- ৩২৪। কোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৯৭-৫৭১৫৮২ (পিতা) নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর