ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯
আনন্দকণ্ঠ ডেস্ক
পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি ‘বনি’, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে। ছবিতে পরমব্রত অভিনয়ও করছেন। তাঁর বিপরীতে কোয়েল মল্লিক। অঞ্জন দত্ত ও কাঞ্চন মল্লিকও রয়েছেন। থাকবেন কয়েক জন বিদেশি অভিনেতাও।
ছবির অনেকটাই বিদেশে শুট হবে। কাহিনিতে তিনটি সূত্র— এক, মিলান শহরে থাকা এক দম্পতি এবং তাদের সদ্যোজাত। দম্পতি বুঝতে পারে শিশুটির মধ্যে সুপারপাওয়ার রয়েছে। দুই, এক বিজ্ঞানী ওই দম্পতি ও শিশুটির সন্ধানেই মিলান পাড়ি দেয়। তিন, কলকাতার এক ছাপোষা মধ্যবিত্তের হাতে একটি রোবট আসে… তিনটি সূত্র মিলেই নানা ঘটনার মধ্য দিয়ে গল্প এগোতে থাকে।
পরমব্রতর কথায়, ‘‘সাই-ফাইয়ের সঙ্গে মিশে যায় মানবিকতার গল্প।’’ ছবির গল্পকে সমসাময়িক করে তুলতে কিছু বদল আনা হচ্ছে। ‘‘গল্পে অনেক কিছু লেখা হয়, যা বাস্তবে দেখানো অসম্ভব,’’ বক্তব্য পরমের।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech