জুতার দাম ২৭ লক্ষ টাকা!

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

জুতার দাম ২৭ লক্ষ টাকা!

আনন্দকণ্ঠ ডেস্ক
সম্প্রতি নিউইয়র্কে একটি স্নিকার্সের দোকানে গিয়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপূর। সেখানে গিয়ে স্নিকার্সের সম্ভার দেখে তিনি মোহিত হয়েছেন। কিন্তু সেই সব স্নিকার্সের দাম দেখে তাঁর মতো সেলেবেরও চোখ কপালে ওঠার জোগাড়। তাঁর সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে স্নিকার্সের দামসহ ছবি পোস্ট করেছেন তিনি। তার পরই ভাইরাল হয়েছে সেই ছবিগুলি।

ঋষির পোস্ট করা সেই সব ছবিতে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের স্নিকার্স। কিন্তু সেই সব জুতোর নীচে থাকা প্রাইস ট্যাগ দেখলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য। ওই ছবি পোস্ট করে ঋষি লিখেছেন, ‘১২ হাজারেরও বেশি রকমের জুতো রয়েছে নিউইয়র্কের এই স্টোরে। পাঁচ হাজার ডলার থেকে শুরু হয়ে এখানে ৪০ হাজার ডলারেরও জুতোও আছে এখানে।’

অর্থাৎ ভারতীয় মুদ্রায় কিনতে গেলে ওই দোকানে জুতোর দাম শুরু হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে। আর সেখানে জুতোর সর্বোচ্চ দাম ২৭ লক্ষ টাকা! তবে জুতোর এত দাম নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। তিনি বলেছেন, ‘‘জুতো সোনার হোক বা রুপোর, সেটা তো লোকে পায়েই পরবে।’’

সর্বশেষ ২৪ খবর