শুটিংয়ে বুকে গুলিবিদ্ধ সানি লিওয়ান

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

শুটিংয়ে বুকে গুলিবিদ্ধ সানি লিওয়ান

আনন্দকণ্ঠ ডেস্ক
লাল টিশার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন সানি লিওন। সামনে দাঁড়িয়ে সোজা গুলি চালিয়ে দিলেন এক ব্যক্তি। লুটিয়ে পড়লেন সানি লিওন। উপস্থিত সকলে দৌড়ে গেলেন তাঁর কাছে। কিন্তু সানি উঠলেন কি না, তা আর জানা গেল না।

ঠিক এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে সানির সোশ্যাল ওয়ালে। মুহূর্তে তা ভাইরাল।

সানি লিওয়ানকে গুলি করার দৃশ্য দেখতে ক্লিক করুন-https://www.instagram.com/p/BzNZAGMhlmK/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

আসলে ‘কোকোকোলা’ ছবির শুটিং করছিলেন সানি। তারই একটি মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সানির অনুরাগীরা। সানি সুস্থ রয়েছেন কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে।

দিন কয়েক আগে এক সাক্ষাত্কারে সানি বলেন, ‘‘কাজের ব্যাপারে আমি সব সময় নতুন কিছু শিখতে পছন্দ করি। সেটাই আমাকে অভিনেতা হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে।’’ তেমন ভাবেই ছবির প্রোমোশনে নতুন কিছু করতে সব সময়ই পছন্দ করেন সানি। তাঁর সাম্প্রতিক ভিডিয়ো দেখে এ কথাই মনে করছেন অনুরাগীরা।

পরে অবশ্য আরও একটি ভিডিও শেয়ার করেন সানি। সেখানে দেখা যায় সুস্থ রয়েছেন অভিনেত্রী।

সানি লিওয়ান এমন সুস্থ আছেন, পরবর্তী ভিডিও-https://www.instagram.com/p/BzNpydfhlno/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

সর্বশেষ ২৪ খবর