বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে ববি

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে ববি

আনন্দকণ্ঠ ডেস্ক
‘বিজলি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন নায়িকা ইয়ামিন হক ববি। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিরি সিক্যুয়াল নির্মাণ হচ্ছে। গত ঈদে ববি অভিনীত ‘নোলক’ চলচ্চিত্রটি ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পায়, প্রশংসিত হন তিনি। নতুন খবর হচ্ছে, ববি চলচ্চিত্রের মাদার সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে নির্বাচন করছেন।

মামলা ও বিভিন্ন জটিলতায় সংগঠনটির নির্বাচন দীর্ঘ সাত বছর স্থগিত ছিল। দীর্ঘ সময় পর চূড়ান্ত হয়েছে সমিতির নির্বাচনের তারিখ। তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে ববি ছাড়াও অংশগ্রহণ করছেন চার শিল্পী।

তাঁরা হলেন ড্যানি সিডাক, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, মাসুম আজিজ। এ ছাড়া জনপ্রিয় অভিনেতা আলমগীর ও জয়া আহসানের মনোনয়ন ফরম কেনা হলেও সর্বশেষ তাঁরা ফরম জমা দেননি।

২০১৬ সালে প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরপর তিনবার কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না এফবিসিসিআইর অধীন সংগঠনের এমন নির্বাচনী রীতির খেলাপ করা হয়েছে মর্মে নাসির হোসেন বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিত করেন।

এর আগে ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মামলার কারণে নির্বাচন সাময়িক বন্ধ করা হয়েছিল। এরপর সে বছর ২৯ অক্টোবর দুই দলই চলচ্চিত্রের স্বার্থে নাসিরুদ্দিন দিলুকে আহ্বায়ক করে ২২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সর্বশেষ ২৪ খবর