যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

ডেস্ক প্রতিবেদন
বিমানটি বিমানবন্দরের একটি হ্যাঙ্গারের ওপর পড়ার পর বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স
টেক্সাসের একটি বিমানবন্দরে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

দুই ইঞ্জিনের বিচক্র্যাফট বিই-৩৫০ কিং এয়ার বিমানটি রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে অ্যাডিসন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।

বিমানটি বিমানবন্দরের একটি হ্যাঙ্গারের ওপর পড়ার পর বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় বলে স্থানীয় দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

আরোহীদের নিয়ে বিমানটির ফ্লোরিডা যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন অ্যাডিসন বিমানবন্দরের উপপরিচালক ডারসি নইজল।

দুর্ঘটনার পরপরই জরুরি বিভাগগুলোর কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়েছিলেন, কিন্তু তখন কেউ আর বেঁচে ছিলেন না।

নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষগুলো, তাদের পরিচয় প্রথমে স্বজনদের জানানো হবে বলে জানিয়েছে তারা।

ভিডিও ফুটেজগুলোতে হ্যাঙ্গারটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ছাদ ভেঙে বিমানটি ভিতরে পড়ার সময় হ্যাঙ্গারটিতে কেউ ছিল না।

ইঞ্জিন বন্ধ হয়ে বিমানটি পড়ে গেছে বলে কয়েকটি সূত্র স্থানীয় একটি চ্যানেলকে জানালেও কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।

মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ ২৪ খবর