ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-াদেশ দেয়া হয়েছে। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দ-প্রাপ্ত জাকির হোসেন হাওলাদার (৪৯) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত আব্দুল আজিজ হাওলাদের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন জাকির। ২০১২ সালের ৯ অক্টোবর দুপুরে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে স্ত্রী লিপি বেগম (৩০), দুই ছেলে সোহাগ (১৪) ও ইমরান (৮) এবং মেয়ে সুলতানাকে (৬) ধারালো অস্ত্র দিয়ে কোপান জাকির। এ সময় তাদের চিৎকার শুনে তার বড় ভাই আবুল হোসেন হাওলাদার তাদের রক্ষা করার জন্য এগিয়ে গেলে জাকির তাকেও কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইবোন ইমরান ও সুলতানাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিন জাকিরের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech