সড়ক দুর্ঘটনা : বর-কনে ও বরযাত্রীসহ নিহত ৯

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

সড়ক দুর্ঘটনা : বর-কনে ও বরযাত্রীসহ নিহত ৯

ডেস্ক প্রতিবেদন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে একটি বরবাহী মাইক্রোবাসকে ট্রেন ধাক্কা দিলে বর-কনেসহ মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর ও কনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজন (২৫) সুমাইয়া খাতুন (২২)।

স্থানীয়রা জানান, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্লাপাড়ার ঘাটিনা থেকে সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়ায় যাচ্ছিল। সলপ স্টেশনের উত্তর পাশে উন্মুক্ত লেভেল ক্রসিং পারাপারের সময় দু’টি বিয়ের গাড়ির একটি মাইক্রেবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪১৫৯) ঢাকাগামী পদ্মা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে বর-কনেসহ কমপক্ষে ৯ জন মারা যান। এদের মধ্যে বর ছাড়াও দু’জন নারী, একজন শিশু এবং ৬ জন পুরুষ যাত্রী রয়েছেন।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, শুনেছি ৯ জন মারা গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, উন্মুক্ত লেভেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর