হবিগঞ্জে বিষপানে নারীর আত্মহত্যা

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

হবিগঞ্জে বিষপানে নারীর আত্মহত্যা

হবিগঞ্জ সংবাদদাতা ::: হবিগঞ্জের মাধবপুরে জোসনা বেগম(৩০) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি বিষপান করেন তা এখনও জানা যায়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। নিহত নারী উপজেলার পূর্ব মাধবপুর এলাকার খুর্শেদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়- সন্ধ্যায় জোসনা বেগম পরিবারের সকলের অগোচরে বিষপান করে চটপট করতে থাকেন। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার ডা. সঞ্জয় পাল তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানান মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান।

সর্বশেষ ২৪ খবর