ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯
বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োাজিত জাতীয় উশু জাজেস প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে জাতীয় উশু জাজেস সনদ লাভ করেছেন সিলেটের মো. আরিফ উদ্দিন ওলি। গত শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো. মাসুদ করিমের হাত থেকে তিনি এ সনদ গ্রহণ করেন। এসময় অনুষ্ঠানে উশু ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
আরিফ উদ্দিন ওলি আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে জাতীয়ভাবে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। যুব গেমসে সান্দায় ব্রোঞ্জ পদক, বিকেএসপি উশু প্রতিযোগিতায় সিলভার পদক, আন্তঃ উপজেলা উশু প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়াও তিনি জাতীয় উশু ব্ল্যাক বেল্ট ডুয়াস কোর্সে প্রথম স্থান অধিকার করেছেন। তিনি আরো সামনের দিকে এগিয়ে যেতে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সিলেট জেলা উশু এসোসিয়েশন থেকে ৩ জন ও চাইনিজ উশু ফাইটার স্কুল থেকে ২ জাতীয় উশু জাজেস সনদ লাভ করেছেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech