ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক ::: ১ আগস্ট থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে এ নির্দেশ বাস্তবায়ন হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের সুবিধার্থে সকল সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ আগস্ট, ২০১৯ হতে ২৪ ঘণ্টা খোলা থাকবে।
গ্যাস সাশ্রয়ে এখন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো।
এর আগে ২২ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ঈদুল আজহার আগের সাত দিন ও পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রীর ঘোষণার এক সপ্তাহ পর প্রজ্ঞাপন জারি করলো জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১২ অগাস্ট (সোমবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech