ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

বিজয়ের কন্ঠ ডেস্ক ::: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।

সোমবার (২৯ জুলাই) রাত পৌনে ২টার দিকে ও মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন তারা অবস্থায় মারা যান।

নিহতরা হলেন- ফারজানা হোসেন (৪৩) ও মো. লিটন (২৭)।

এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়ালো নয়জনে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার ঢামেকে ভর্তি হন ফারজানা। ওইদিন রাত পৌনে দুইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে।

অন্যদিকে গত ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার (২৭ জুলাই) ঢামেকে ভর্তি হন লিটন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ওয়ারীতে থাকতেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত জুন মাসে একজন এবং জুলাই মাসে আটজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব থেকে জানা যায়, ঢাকার ১৩টি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ৩৬টি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৩ হাজার ৮৪৭ জন।

এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯৩ জন, মিটফোর্ড হাসপাতালে ২৬৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ১০২ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৩৮ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২১২ জন, বারডেম হাসপাতালে ৪৮ জন, বিএসএমএমইউতে ৬৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৮৫ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪১ জন, বিজিবি হাসপাতালে ৩৬ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২১৬ জন রোগী ভর্তি রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর