হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী

বিজয়ের কন্ঠ ডেস্ক :::: চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৯ হাজার ৭৬১ জন।
বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭ হাজার ৬৫৮ জন রোগী। পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এপর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৩৭জন।
গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫১ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪০৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯০৬ জন-সহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি মোট রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৬ জন।

(বাসস)

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর