দেশবাসীকে ইমরান আহমদের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

দেশবাসীকে ইমরান আহমদের ঈদ শুভেচ্ছা

বিজয়ের কন্ঠ ডেস্ক ::  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ দেশবাসীকে ঈদ-উল আযহা শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় দেশবাসীর সাথে নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ ও সিলেটবাসীকে এ শুভেচ্ছা জানান সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ) আসনের নির্বাচিত এ সাংসদ।

তিনি অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, অতীতের ন্যায় আসন্ন ঈদ, উৎসাহ, উদ্দীপনা ও আনন্দে উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তিনি মুসলমানদের পাশাপাশি অপরাপর ধর্মাবলম্বীদেরও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তিনি মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বলেন, ঈদ মুসলমানদের ঘরে ঘরে আনন্দের বাতা বরণ নিয়ে আসে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়ে ঈদুল আযহার আনুষ্ঠানিকতা সারেন। তিনি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে সকলের সহযোগিতাও কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর