ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯

ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিজয়ের কন্ঠ ডেস্ক ::: সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, মৃতদের মধ্যে ৩৯ জন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। আরেকজনের মৃত্যু হয়েছে রাজধানীর বাইরে তবে ঢাকা বিভাগের মধ্যেই।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ হাজার ১৭৮ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন ৩২ হাজার ৩৮৪ জন। বর্তমানে সারাদেশে শিশুসহ ৮ হাজার ৭৫৪ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

কন্ট্রোল রুম জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৯৮১ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর