গুগলড সেলিব্রিটিদের তালিকার শীর্ষে সানি লিওন

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯

গুগলড সেলিব্রিটিদের তালিকার শীর্ষে সানি লিওন

[youtube https://www.youtube.com/watch?v=1nNw39nxx0o]

বিজয়ের কন্ঠ ডেস্ক :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, এমনকি আকাশচুম্বী জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান, সালমান খানও নয়, এখনও ভারতে গুগল সার্চ জরিপে সবার শীর্ষে আছেন অভিনেত্রী সানি লিওন। গুগল ট্রেন্ডসের বিশ্লেষণ অনুসারে, সানির সঙ্গে সম্পর্কিত ভিডিও এবং তার বায়োপিক সিরিজ গুগলে সার্চ করা হচ্ছে সবচেয়ে বেশি।

২০১৯ এর আগস্ট ভিত্তিক গুগল ট্রেন্ডস বলছে, ভারতের মোস্ট গুগলড সেলিব্রিটিদের তালিকার শীর্ষে রয়েছেন সানি লিওন।

ট্রেন্ডসটির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, প্রচুর সংখ্যক গুগল সার্চকারী রয়েছেন, যারা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর, যেমন মণিপুর এবং আসামের, তারা গুগলে সানির খোঁজ করছেন বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম এও বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা শাহরুখ খান ও সালমান খান, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং শচীন টেন্ডুলকারের মতো সেলিব্রিটিদের ছাড়িয়ে সানি লিওনের জন্য বেশিরভাগ ভারতীয় অনলাইনে সার্চ করেন।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে সানি লিওন বলেন, আমার দল বিষয়টি আমার নজরে এনেছে। এর জন্য আমার ভক্তদের, যারা প্রতিনিয়ত আমার খোঁজ করেছেন, তাদের কাছে আমি কৃতার্থ। এছাড়া এটি একটি দুর্দান্ত অনুভূতি।

গতবছরও ভারতের মোস্ট গুগলড সেলিব্রিটিদের তালিকায় শীর্ষে ছিলেন সানি লিওন।

সর্বশেষ ২৪ খবর