ওয়ার্ড যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

ওয়ার্ড যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

বিজয়ের কন্ঠ ডেস্ক :: ওমর ফারুক (৩০) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমুরা এলাকায় ফারুককে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মো. মোনাফ প্রকাশ মোনাফ কোম্পানির ছেলে এবং হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে ছিলেন ওমর ফারুক। এসময় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী ওমর ফারুককে তুলে নিয়ে যায়।

এক পর্যায়ে তাকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে ফারুকের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনেরা সেখানে গেলে সন্ত্রাসীরা তার মরদেহ আনতেও বাধা দেয়।

এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন  জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটলো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকায় আধিপত্য বিস্তার বা আর্থিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর