জগন্নাথপুরে র‌্যাবের হাতে ভূয়া ডাক্তার আটক

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

জগন্নাথপুরে র‌্যাবের হাতে ভূয়া ডাক্তার আটক

জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যাবের অভিযানে বেলাল হোসেন (৪০) নামের এক ভূয়া ডাক্তারকে আটক করেছেন র‌্যার ৯ এর সদস্যরা। সে ফেনী জেলার সোনাগাজী থানার সোনাপুর গ্রামের আবদুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার র‌্যাব ৯ এর সদস্যরা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তার বেলাল হোসেনকে আটক করে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, র‌্যাবের হাতে আটক হওয়া ভূয়া ডাক্তারকে থানায় হস্তান্তর করা হয় এবং এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর