ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ এ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার’র দোহালিয়া ইউনিয়ন টিম চ্যাম্পিয়ন হয়েছে। দোহালিয়া ইউনিয়ন টিম ৩-০ গোলে নরসিংহপুর দোয়ারাবাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় দোয়ারাবাজার সরকারি মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের ব্যবস্থাপনায় ছিল সুনামগঞ্জ উপজেলার দোয়ারাবাজার উপজেলা প্রশাসন। ফুটবলের ফাইনাল খেলা শেষে ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহবুর রহমান মানিক প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন টিম ও রানাসআপ টিমের নিকট পুরুস্কার বিতরণ করেন। সেসময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা: আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ। দোহালিয়া ইউনিয়ন টিম-এর পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আলী উছমান। বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech