ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা :::
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণ করেছে বখাটে এক যুবক । ধর্ষক সজিব (২২) উপজেলার নওধার গ্রামের বাচ্চু মিয়ার পুত্র।
এ ঘটনায় ছাত্রীর বাবা সজিবকে আসামি করে রোববার নারী শিশু ও নিযার্তন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা করেছেন। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে সজিব প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। উত্ত্যক্তের বিষয়টি মেয়ে সজিবের বাবাকে জানায়। ছাত্রীর কাছে থেকে এ বিষয়টি জানার পর সজিবের বাবা তাকে বেশ কয়েকবার সতর্ক করেন। গত বুধবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় সজিব তাকে তাকে রাস্তা থেকে উঠিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে ধর্ষক সজিব দৌড়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্ঠ ব্যর্থ হওয়ায় ছাত্রীর বাবা রোববার থানায় এ মামলা করেন। মামলার পর থেকে সজিব পলাতক রয়েছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম মামলা রুজু করে ছাত্রীকে হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech