দিরাইয়ে নৌকাডুবি : ৪ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৫

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

দিরাইয়ে নৌকাডুবি : ৪ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৫

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে হাওরে নৌকাডুবিতে ৪ শিশু নিহত হয়েছে। এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৫জন। আর ২২ জনকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনী। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দিরাইয়ের কালিয়াগোটা হাওরের খাধরা বিলে ঝড়ের কবলে পড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে ৩১ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা রওয়ানা দেয়। যাত্রীরা সকলে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। নৌকাটি কালিয়াগোটা হাওরে পৌঁছামাত্র প্রচন্ড ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে যাত্রীসহ পানিতে তলিয়ে যায় নৌকাটি।

তাৎক্ষিণভাবে স্থানীয় মৎস্যজীবী লিটন সামন্ত ৬ জন নিহতের খবর জানালেও পুলিশ ৪ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থল থেকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম বলেন, এ পর্যন্ত আমরা দমকলবাহিনীর সহায়তার ৪ শিশুর লাশ উদ্ধার করেছি। এবং জীবিত অবস্থায় ২২ জনকে উদ্ধার করেছি। তবে এখনও এক নারীসহ ৫জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত আছে।

তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম জানাতে পারেননি তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর