জগন্নাথপুরে পর্ণগ্রাফি করে ধর্ষণ : লম্পট গ্রেফতার

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

জগন্নাথপুরে পর্ণগ্রাফি করে ধর্ষণ : লম্পট গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন :
সুনামগঞ্জের জগন্নাথপুরে অশ্লীল ছবি বানিয়ে এক গৃবধূকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ এবং প্রতারণার মাধ্যমে প্রায় এক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রিয়াজুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত যুবক উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গডড়ি গ্রামের আজম আলী ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, নিকট আত্মীয় প্রবাসির স্ত্রীর অসুস্থতার সুযোগকে কাজে লাগিয়ে ওই গৃহবধুর ছবি তোলে গড়গডড়ি গ্রামের রিয়াজুল ইসলাম। পরে প্রযুক্তির অপব্যবহারে ওই ছবি বিকৃতির করের অশ্লীল ছবি তৈরী করে গৃহবধূকে বলে কথামতো কাজ না করলে সে ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে। এভাবে সে গৃহবধুকে ব্ল্যাকমেইল করে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছিল। এছাড়া তার কাছ থেকে প্রায় লাখ টাকা হাি য়ে নেয় ওই লম্পট। বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করা হলে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ বুধবার বিকেলে জগন্নাথপুরের পার্শ্ববর্তী বিশ্বনাথ থানার দশঘর নোয়াগাঁও গ্রামের তার খালু আছকির মিয়ার বাড়ি থেকে রিয়াজুলকে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রিয়াজুলের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় নারী ও নির্যাতন দমন এবং পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর