বিপুল পরিমাণ বিদেশি মাদকের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

বিপুল পরিমাণ বিদেশি মাদকের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ বিদেশি মাদকের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় বিভিন্ন পণ্য, বিদেশি মাদকসহ প্রায় ৮ লাখ টাকার জব্দকৃত মালামাল সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমসে জমা দেয়া হয়।,

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেল জানায়, জেলার তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবি টহলদল বুধবার(২৫ সেপ্টেম্বর) রাতে হাজং পল্লী সীমান্তগ্রাম রাজাই হতে ১৮৬ বোতল বিদেশি মদ,৪৬ বোতল বিদেশি বিয়ার ০৪ কেজি গাঁজা ৪২ হাজার শলাকা (১৬৮০) প্যাকেট ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেছে।

একই রাতে তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবি টহল দল সীমান্তনদী জাদুকাটা হতে ৭৬.২৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ জব্দ করে।

পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল ধনপুর গুচ্ছগ্রাম হতে ভারতে পাচারের জন্য মজুদ করে রাখা ৮০ কেজি মটরশুঁটি জব্দ করে।
জেলার দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির বিজিবি টহলদল টহল দল বাংলাবাজারের সীমান্তগ্রাম জুমগাঁও হতে ৩টি ভারতীয় গরু আটক জব্দ করে।

একই উপজেলার মাঠগাঁও বিওপির বিজিবি টহল দল বুধবার রাতে লক্ষ্মীপুরে চৌকিরঘাট এলাকা হতে নৌ পথে নিয়ে আসা ৮০০ পিস ভারতীয় মুলিবাঁশ জব্দ করে।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, জব্দকৃত বিদেশি মদ- বিয়ার গাজাসহ ভারতীয় চোরাই মালামালের মূল্য প্রায় সোয়া ৮ লাখ টাকা হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর