নিখোঁজ মোজাক্কিরের নেই খোঁজ !

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

নিখোঁজ মোজাক্কিরের নেই খোঁজ !

বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মো. আবুল হাসনাত মোজাক্কির (১১) এর সন্ধান চায় তার পরিবার।  সে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র। সে গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বাদশাগঞ্জ বাজারের নিজ বাসা হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।  পরিচিত লােকজন ও আশপাশে যােগাযােগ করেও তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।   তার আত্মীয় স্বজনের বাসা-বাড়িতেও মোবাইল ফোনের মাধ্যমে যােগাযােগ করেও কোন সন্ধান না পেয়ে গত ২৪ সেপ্টেম্বর ধর্মপাশা থানায় জিডি করা হয়েছে।   জিডি নং ২৮২৮।   তার পিতা নুরুল ইসলাম সন্ধার চায়।   মোবাইল নম্বর- ০১৩১০৪০৫২০৭ ।   প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর