ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ উপজেলা সদরের অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ আব্দুর রহিম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মাধবপুর উপজেলা সদরের সোনাই নদীর ব্রীজসংলগ্ন এলাকা থেতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মুসলেহ উদ্দিন বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালান। অভিযানে আব্দুর রহিমকে আটক করে তার পকেট থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। ধৃত আব্দুর রহিম উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়ার সিরাজ মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech