আ.লীগের একাংশের সংবাদ সম্মেলন : ধর্মপাশায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯

আ.লীগের একাংশের সংবাদ সম্মেলন : ধর্মপাশায় ১৪৪ ধারা জারি

বিজয়ের কন্ঠ ডেস্ক :: হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব চলমান অবস্থায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের দুইটি গ্রুপ একই দিনে উপজেলা সদরে পাল্টাপাল্টি কর্মসূচির আহবান করায় সংঘাত এড়াতে সভা স্থলসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রোববার সকাল ১১টার কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে দলের করনীয় সম্পর্কে দলীয় কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগের একাংশ। অন্যদিকে সুনামগঞ্জ-১ আসনের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হাওরের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও আওয়ামীলীগ থেকে অনুপ্রবেশ কারীদের বহিষ্কারের দাবিতে হাসপাতাল রোডস্থ বঙ্গবন্ধু মোড়ে এক সমাবেশের আয়োজন করেন উপজেলা আ.লীগের একাংশ।

এতে দাঙ্গা-হাঙ্গামা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান এ আদেশ জারি করেন। পরে ওইদিন বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগের একাংশ ১৫ জন জাতীয় ও স্থানীয় পত্রিকার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, সুনামগঞ্জ জেলা আওয়ামীগের বিশেষ প্রতিনিধি সভায় স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে যে বক্তব্য প্রদান করেছেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মুরাদের কটুর সমালোচনা করেন।

তাছাড়া ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম অতি উৎসাহী হয়ে লিখিত বক্তব্য দেওয়ায় নির্বাহী অফিসার (ইউএনও) ১৪৪ ধারা জারি করেছেন বলেও মন্তব্য করেন সংবাদ সম্মেলনে। যেখানে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ দুর্গোৎসবের কথা চিন্তা করে জরুরী সভা স্থগিতের নির্দেশ দিয়েছেন, আমরা তা স্থগিত করে দিয়েছি। সে ক্ষেত্রে হঠাৎ ১৪৪ ধারা জারি যাহা উপজেলা আওয়ামীলীগ বোধগম্য নই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলে, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগির কবির, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দেনিয়ার খান পাঠান, যুগ্ম সম্পাদক মোকারম হোসেন, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি আলমগির কবির, জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মধাব চন্দ্র সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মজুদার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর