নদীতে চাঁদাবাজী বন্ধে সকলের সহযোগিতা চাইলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

নদীতে চাঁদাবাজী বন্ধে সকলের সহযোগিতা চাইলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক

জামালগঞ্জ সংবাদদাতা : জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় পরিষদ হল রুমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ।

আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রঞ্জব আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী, উপজেলা প্রকৌশলী আঃ সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্ত্তী, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ফোরাম সভাপতি ওয়ালিউল্ল্যাহ সরকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক এর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ ।

প্রধান অতিথি বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, সুরমা নদীতে অবৈধ চাঁদাবাজী বন্ধে গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন । মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত সন্তান, যদি সম্ভব হয় শহীদ মুক্তিযোদ্ধাদের নামে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও পাঠাগারের নামকরনের উদ্দ্যোগ নিলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্বরন রাখবে। এর আগে তিনি ভীমখালী ইউনিয়ন পরিষদ, বিছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াহালট একটি বাড়ি একটি খামার সমিতি পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর