তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুর উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে। সহযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি তাহিরপুর।

মঙ্গলবার সকাল১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদের সামন থেকে একটি র‌্যালি বের করে তাহিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিসের সামনে এসে র‌্যালিটি হয় । র‌্যালি শেষ করে উপজেলা পরিষদের এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধরী বাবুল। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই বলেন, সুস্থ জীবন যাপন করতে হলে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেমন খাবারের আগে সাবান দিয়ে ভাল ভাবে হাত ধোতে হবে , মল ত্যাগ করে সাবান দিয়ে হাত ধোতে হবে ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান পলাশ ।

আলোচনার পর ছাত্র ছাত্রীদেরকে হাত ধোয়ার পদ্ধতি নমুনা দেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ার ম্যান খালেদা বেগম জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা আলামিন তাহিরপুর উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম সাংঘটনিক সম্পাদক আলমগীর হুসেন খোকন সাংবাদিক বৈশাখ বাবু উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ ছাত্রলীগ সভাপতি আবুল বাছার, উপজেলা কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও এনজিও সহযোগী কর্মকর্তা ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর