তাহিরপুরে নারী মাদক কারবারিসহ আটক ২

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

তাহিরপুরে নারী মাদক কারবারিসহ আটক ২

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ সীমান্তে মর্জিনা বেগম নামে এক নারী মাদক কারবারিসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশ।

মঙ্গলবার গাঁজার চালান, চোরাই মোটরসাইকেলসহ আটককৃতদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

মর্জিনা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাপমারা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। আটক তার অপর সহযোগীর নাম রাকিব হোসেন। রাকিব তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সীমান্তগ্রাম উত্তর মোকসেদপুরের আবু চাঁনের ছেলে।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের লাউড়েগড় কোম্পানি হেডকোয়ার্টারের বিজিবি সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল সোমবার সন্ধায় সীমান্তগ্রাম উত্তর মোকসেদপুর হতে চার কেজি ভারতীয় গাঁজা ও একটি চোরাই প্লাটিনা মোটরসাইকেলসহ মর্জিনা এবং তার সহযোগীকে রাকিবকে আটক করেন।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আরো বলেন, সীমান্তে চলমান বিশেষ অভিযানের মুখে হয়তো মাদক ও চোরাচালানে নতুন করে নারী, কিশোর-কিশোরী ও কিছু বিপধগামী তরুণ-তরুণীদের সম্পৃক্ত করেছে বলে ধারণা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর