সুনামগঞ্জের ছাতকে ৭টি স’মিলে মোটা অংকের জরিমানা

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে ৭টি স’মিলে মোটা অংকের জরিমানা

ছাতক, প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ৭টি স’মিল থেকে মোটা অংকের জরিমানা আদায় করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানের ভিত্তিতে ছাতক শহরে অবস্থিত এসব স’মিল থেকে বিভিন্ন অংকের মোট ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানা যায়।

.
সূত্রমতে, আপডেট লাইসেন্স ও বৈধ কোন কাগজপত্র না থাকায় বাংলাদেশ স’মিল আইনে এসব জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপশ শীলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শহরের আবুল কালাম স’মিল থেকে ৫,০০০/- (পাঁচ হাজার), তাহমিদ স’মিল থেকে ১০,০০০/- (দশ হাজার), রবিন স’মিল থেকে ৫,০০০/- (পাঁচ হাজার), ভাই-ভাই স’মিল থেকে ১০,০০০/- (দশ হাজার), রনক স’মিল থেকে ১০,০০০/- (দশ হাজার), বশির মিয়া স’মিল থেকে ৫,০০০/- (পাঁচ হাজার) এবং আচ্ছা মিয়া স’মিল থেকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক বিট ও ফরেষ্ট কর্মকর্তা নিশিত চক্রবর্ত্তী, ছাতক থানার এসআই সুমন, ভূমি অফিসের নাজির লাল মিয়াসহ ফরেষ্ট বিভাগের লোকজন ও থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর