ভারতে পাচারকালে দোয়ারাবাজার সীমান্তে ৭শ’ কেজি মটরশুঁটি আটক

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

ভারতে পাচারকালে দোয়ারাবাজার সীমান্তে ৭শ’ কেজি মটরশুঁটি আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৭শ’ কেজি বাংলাদেশি মটরশুঁটি (ডাল) আটক করেছে বিজিবি।
.
বুধবার মধ্যরাতে বিজিবি সুনামগঞ্জ-২৮ এর আওতাধীন বাঁশতলা বিওপি’র টহলদল সীমান্ত পিলার ১২৩২/১০-এস হতে ৫শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাঁও ইসলামপুর নামক স্থান থেকে সীমান্তের ওপারে পাচারকালে বাংলাদেশি ৭শ’ কেজি (১৪ বস্তা) মটরশুঁটি (ডাল) আটক করে।
.
বিজিবি-২৮ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মাকুসদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর