ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাহেলা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহেলা বেগম সিংচাপইড় গ্রামের মাষ্টার নজরুল ইসলামের (নজন মাষ্টার) স্ত্রী ।
.
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অন্যান্য দিনের মতো বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান বৃদ্ধা রাহেলা বেগম। এক সময় পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
.
এদিকে, ঘণ্টা পেরিয়ে গেলেও রাহেলা বেগমের ঘরে ফিরতে দেরি দেখে সন্দেহ হয় স্বজনদের। তাৎক্ষণিক তার স্বজনরা পুকুরে খোঁজতে গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংচাপইড় ইউপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech