সুনামগঞ্জের উকিলপাড়ায় মুদি দোকানে চুরি

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

সুনামগঞ্জের উকিলপাড়ায় মুদি দোকানে চুরি

সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জ শহরের উকিল পাড়ায় ফারজানা ষ্টোরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত এ চুরির ঘটে। চোরেরা দোকানের টিনের চাল কেটে উপর দিয়ে দোকানে ঢুকে পড়ে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দোকানে এসে দেখা যায় উপরের দিকে টিন কাটা দোকানের সকল মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। পরে দেখা যায় দোকান থেকে দামি মালামাল বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মোবাইল রিচার্জ দেয়ার ব্যবসায়ী মোবাইল, বিকাশ এজেন্ট মোবাইল, দুধ, ঘি, সয়াবিন তেল, বিভিন্ন ধরণের প্রসাদনী ক্রিম সহ দামি মালামাল নিয়ে গেছে চোরের দল। দোকানে প্রায় পঞ্চাশ টাকা মূল্য মানের সিগারেট রাখা ছিল। এ ছাড়াও অন্য সকল পণ্য মিলে পঞ্চাশ হাজার টাকা মূল্য মালামাল নিয়ে গেছে চোরের দল।
.
এই এলাকা মূল শহরের হলে এখানে ব্যাপক হারে বেড়েছে চোরের উপদ্রব। বিগত কিছু দিন উকিল পাড়ার রিভার ভিয়ের কাছে সূচনা কম্পিউটারের দোকানে দেয়াল ভেঙ্গে বিভিন্ন ধরণেল পণ্য চুরি করে নিয়ে যায় চোরের দল। এই ভাবে একের পর এক ঘটছে চুরির ঘটনা। কিন্তু কেউ কোনও প্রতিকার পাচ্ছে। তাই এলাকার বাসিন্দারাও আতংকে দিন কাটান কখন যে কি ভাবে চুরি হয়।
.
ব্যবসায়ী রুবেল আহমেদ জানান, আমি প্রতিদিন রাতে দোকান বন্ধ করে চলে যাই। আজকে সকালে এসে দেখত পাই আমার দোকানের টিনের চাল কাটা। মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। দোকান থেকে দামি পণ্য ব্যবসায়ী মোবাইল সহ অনেক কিছু নিয়ে গেছে চোরেরা। আমার প্রায় এক লক্ষা টাকার ক্ষতি হয়ে গেলে।
.
এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান পুলিশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর