দোয়ারাবাজারে বিজিবির হাতে ভারতীয় রুপিসহ এক ব্যক্তি আটক

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

দোয়ারাবাজারে বিজিবির হাতে ভারতীয় রুপিসহ এক ব্যক্তি আটক

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৪০ হাজার ভারতীয় রুপিসহ নাসির উদ্দিন (৩১) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। শুক্রবার বিকালে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

.
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলাধীন বোগলাবাজার বিওপি কমান্ডার মতিউর রহমান আওয়ালের নেতৃত্বেৃ অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২২৯/২ টি হতে ৬শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে নিজ গ্রাম পেকপাড়া এলাকা থেকে দুই হাজার টাকার ২টি ও ৫শ’ টাকার ৭২টি নোটসহ মোট ৪০ হাজার টাকার ভারতীয় রুপিসহ নাসির উদ্দিনকে আটক করা হয়।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম বলেন, ৪০ হাজার ভারতীয় রুপিসহ আটক নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবারই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর