জগন্নাথপুর হাসপাতালে মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

জগন্নাথপুর হাসপাতালে মতবিনিময় সভা

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর সভাপতিত্বে ও ডাঃ শারমিন আরা আশা এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের চেয়ারম্যান তাহের কামালী।
.
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের সেক্রেটারি আবদুল ওয়াহিদ, তছির আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, ডাঃ শায়খুল ইসলাম, ব্যবসায়ী আজাদ আলী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ফারুক আলী তালুকদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আংগুর মিয়ার অর্থায়নে হাসপাতালে সিসি ক্যামেরা প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাদিছুর রহমান ও গীতাপাঠ করেন আশীষ কুমার দেব এবং সভায় প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর