ছাতকে নদীতে চাদাঁবাজিকালে আটক ৭

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

ছাতকে নদীতে চাদাঁবাজিকালে আটক ৭

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে নৌ-পথে চাদাঁবাজিকালে ৭ চাদাঁবাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হরেষপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. দিলোয়ার হোসেন(২১), মুক্তিরগাঁও গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মো. জাহির মিয়া(৪৫), মৌলবীরগাঁও গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে মো. রায়হান(৩২), তাতীকোণা গ্রামের মো. শাহাদাত মিয়ার ছেলে মো. মামুন মিয়া(৪০), গণেশপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে নেছার আহমদ(৩০), নোয়াগাঁও গ্রামের মৃত. আনিছুর রহমানের ছেলে সেলিম আহমদ(৪৩) ও সিলেটের কোম্পানীগঞ্জ থানার কোম্পানীগঞ্জ গ্রামের মৃত. হাছন আলীল ছেলে মো. মনিরুল ইসলাম(৩০) প্রমুখ। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের ওসি কাজী মোক্তাদির হোসেন চৌধুরী, এস আই মো. আমিনুল ইসলাম, এ এস আই মামুন ও এ এস আই উস্থার আলীর নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা জেলার ছাতক উপজেলার সুরমা নদীতে ভলগেট ও নৌযানে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে নগদ ১৫ হাজার টাকা ও দুটি কাঠের তৈরী নৌকাসহ ৭জন চিহিৃত চাদাঁবাজকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় ডিবির এস আই মো. আমিনুল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃত ৭জনকে আসামী করে ছাতক থানায় একটি মামলা (নং ৩০) দায়ের করেন। এ ব্যাপারে ডিবির ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর