তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটি গোপন করার অভিযোগ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ  পরিচালনা কমিটি গোপন করার অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পরিচালনা কমিটি বিধি মোতাবেক না করে গোপনে করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্রী অভিবাবকবৃন্দরা।
লিখিত অভিযোগে বলা হয়েছে,বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তি আকারে নোটিশ বোর্ডে প্রকাশ করার কথা থাকলেও সরেজমিনে নোটিশ বোর্ডে এ ধরনের কোন বিজ্ঞপ্তি নেই। তাছাড়া বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে ছাত্রীদেরকে বিষয়টি অভিবাবকদের অবগত করার কথা শিক্ষকদের পক্ষ থেকে বলার কথা থাকলেও তা বলা হয়নি। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার তারিখ শেষ হওয়ার পর অধ্যক্ষ সু-কৌশলে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টানিয়ে রেখেছেন।
ছাত্র অভিবাবক শাহজাহান কবির বলেন,অধ্যক্ষ ইয়াহিয়া সাহেব বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে নিজস্ব লোক নির্বাচিত করারা স্বার্থে গোপনীয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

.
ছাত্র অভিবাবক ইসমাইল হোসেন বলেন,শুধু বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রেই নয় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতি চালিয়ে যাচ্ছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্মানিত সদস্য তোজাম্মিল হক নাসরুম বলেন,দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরেই এ বিদ্যালয়টিতে অনিয়মের মহোৎসব চলছে। স্থানীয় এক নেতার আত্মীয় হওয়ায় অধ্যক্ষ সাহেবের নানামুখী অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না।

.
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার বলেন,বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে কোন ধরনের গোপনীয়তা করা হয়নি। বিধি মোতাবেক নির্বাচন প্রক্রিয়া শুরু করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন,বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে গোপন করার বিষয়টি আমি তদন্ত করে দেখছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন,লিখিত অফিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর