ব্র্যাক ম্যানেজারের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকুরি গেল নারী কর্মীর

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

ব্র্যাক ম্যানেজারের কু-প্রস্তাবে রাজি না  হওয়ায় চাকুরি গেল নারী কর্মীর

আব্দুল শহীদ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের পল্লীতে ব্র্যাক অফিসে নারী কর্মী যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওয়েজখালীস্থ ব্র্যাক অফিসের দূর্নীতিবাজ,নারী লোভী ম্যানেজার শহীদুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগকারী আয়েশা সিদ্দিকা এ্যানী এই অফিসের বাজার শাখার কর্মী। এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর সোমবার আয়েশা সিদ্দিকা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার কাছে লিখিত অভিযোগ করেছেন। পরবর্তীতে যৌন হয়রানির প্রতিকার চেয়ে জেলা মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা সংস্থা, মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা, প্রধান যৌন হয়রানি প্রতিকার কমিটি ও সহযোগী পরিচালক, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী ব্র্যাক সেন্টার ৭৫ মহাখালী ঢাকা বরাবরে অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২২/১০/১৯ ইং তারিখে ব্র্যাক বাজার শাখায় যোগদান করেন। যোগদানের পর থেকেই এরিয়া ম্যানেজার শহীদুল ইসলামের কু-দৃষ্টি পড়ে তার উপর। ঘটনার দিন শহীদুল ইসলাম আয়েশাকে কু-প্রস্তাব দেয় এবং ছুটির দিনে অফিসে দেখা করতে বলেন। তার কু- প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারী কর্মীকে বিভিন্ন ভাবে হয়রানি করতেন। বিভিন্ন সময় সেবা গ্রহিতা এবং সেবা দাতার সামনে অপমান ও অপদস্ত করতেন। অন্যান্য সদস্যদের কাছ থেকে ভুল বুঝিয়ে আয়েশার বিরুদ্ধে লিখিত অভিযোগ আনেন। তখন তিনি নিরুপায় হয়ে জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মিথালী ধরকে পর্যন্ত বিষয়টি অবগত করে রাখেন। ম্যানেজারের অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাকে চাকুরি হারাতে হয়েছে বলে দাবী করেন ওই নারী। এদিকে জাতীয় মহিলা সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ফৌজি আরা বেগম শাম্মি তদন্ত ক্রমে ঘটনার সত্যতা পেয়ে শহীদুল ইসলামকে নোটিশ প্রেরণ করেন। অভিযোগকারী আয়েশা সিদ্দিকা এ্যানী জানান, আমি যৌন হয়রানির প্রতিকার চেয়ে প্রথমে সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় অভিযোগ দাখিল করেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তূপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি। আমি চাই না আমার মত কোন নারী ষড়যন্ত্রের শিকার হয়ে চাকুরি হারাক। এ ব্যাপারে ব্র্যাক ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ভাই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না। আয়েশা সিদ্দিকা এ্যানী এই অফিসের বাজার শাখার কর্মী ছিলেন। সে প্রতিষ্ঠানের টাকা পয়সা আতœসাত করার কারণে তাকে চাকুরি হারাতে হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর