ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পীজুষ রায় (৬০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত পীযুষ রায় জামালগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের মৃত গোষ্টবিহারী রায়ের ছেলে।
.
দুর্ঘটনায় আহতরা হলেন- ময়মনসিংহ জেলার বাবুখানি গ্রামের আছর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৭),সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মুজাহিদ আলী (৩০) এবং দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের থলবাউশী গ্রামের মোঃ আলামিনের স্ত্রী মোছাঃ নাজমা আক্তার (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,শনিবার ২টার দিকে দিরাই বাস স্টেশন থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিটি শ্যামারচর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চরনারচর ইউনিয়নের দূর্গাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি যাত্রীসহ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপর তিনজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
.
এদুর্ঘটনার পর পুলিশ সিএনজিটি আটক করতে সক্ষম হলেও চালক পলাতক রয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে দিরাই থানার এসআই মো. আবু তাহের মোল্লা জানান,নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech