জগন্নাথপুরে ব্রিজ ও গ্রামীণ রাস্তা পেয়ে সাধারণ মানুষ খুশি

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

জগন্নাথপুরে ব্রিজ ও গ্রামীণ রাস্তা পেয়ে সাধারণ মানুষ খুশি

জগন্নাথপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় গ্রামীণ ব্রিজ ও রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হয়। জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে এসব উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, মিরপুর, রাণীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ৭টি ছোট ব্রিজ নির্মাণ করা হয়। প্রায় ৫ কোটি ২০ লাখ ব্যয়ে উপজেলার চিলাউড়া-হলদিপুর, পাটলি ও পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ ইট সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। কাবিখা প্রথম পর্যায়ে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে স্ট্রিট লাইট ও টিআর ২৯ লাখ টাকা ব্যয়ে বাড়ি বাড়ি লাইট দেয়া হয়। দ্বিতীয় পর্যায়ে কাবিখা ২৮ লাখ ও টিআর ২৮ লাখ টাকার লাইট দেয়া হয়েছে। এছাড়া কাবিখা উন্নয়ন ১৯টি প্রকল্পের আওতায় ১৬০ মেট্রিকটন খাদ্য শস্য ও ১২৩ টি টিআর উন্নয়ন প্রকল্পের আওতায় আরো প্রায় ৫৮ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে গ্রামীণ ব্রিজ ও রাস্তা পেয়ে সব থেকে খুশি হয়েছেন স্থানীয় জনতা।

.
এ ব্যাপারে সোমবার জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহাদাত হোসেন ভূইয়া ও উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় জগন্নাথপুর উপজেলার সর্বত্র উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে আমাদের অফিসের অধীনে উক্ত উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় জনগণ উপকৃত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর