ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৭ম কংগ্রেস আগামীকাল শনিবার। ক্যাসিনোকাণ্ডে বড় ধাক্কা খেয়েছে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। ক্যাসিনো সুবিধাভোগী হওয়ায় বাদ পড়েছেন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রেসিডিয়ামের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য এরইমধ্যে ছিটকে পড়েছেন সংগঠন থেকে।
এমতাবস্থায় যুবলীগের নতুন নেতৃত্বে কে আসছে, এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যুবলীগের কাউন্সিলররা ঠিক করবে নতুন নেতৃত্বে কে আসবে। তবে আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ সে ক্ষেত্রে আমরা নেব। নতুন নেতৃত্বে কে আসবে এখনই বলা যাচ্ছে না’।
শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস-২০১৯-এর প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি। তার পরিবার থেকে উত্তরাধিকার অর্থে কাউকে যদি নেতা হিসেবে চান সেই অধিকার অবশ্যই যুবলীগ নেতাকর্মীদের আছে’।
কংগ্রেসে যুবলীগের গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আনা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যুবলীগের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন, সংশোধন, পরিমার্জন হবে কিনা সেটি কাউন্সিলররা ঠিক করবেন। যুবলীগের নতুন নেতৃত্ব কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বিষয়টি উত্থাপন করলে কাউন্সিলরদের সম্মতিতেই তা পাস হবে।
প্রসঙ্গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস-২০১৯ অনুষ্ঠিত হবে। এই কংগ্রেসে সাত বছর পর নতুন নেতৃত্ব পাবে যুবলীগ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech