ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : কলম্বিয়ার একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও সাতজন। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
.
কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। নগর সচিব জেইম অ্যাসপ্রিলা বলেন, একটি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে।
.
তিনি আরও বলেন, এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে, ঘটনাস্থলে আমাদের তিনজন প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছে।
.
জেইম অ্যাসপ্রিলা জানিয়েছেন, সান্তান্দার ডি কুলিচাও এলাকায় চালানো ওই হামলার সঙ্গে প্রেসিডেন্ট ইভান ডুকের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কোনো সম্পর্ক নেই। এটি পৃথক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। তবে ওই হামলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech