ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : খারাপ আবহাওয়ার কারণে কেনিয়ায় ভূমিধসে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন শিশুও রয়েছে বলে জানা গেছে।
.
গতকাল শনিবার ভোররাতে নাইরোবি থেকে ২২০ কিলোমিটার দূরে পশ্চিম পোকোট কাউন্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটে।
.
বিবিসি জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নাইয়ারকুলিয়ান ও পারুয়া গ্রাম। উদ্ধারকাজের জন্য সেনা এবং পুলিশের হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে অধিকাংশ জায়গায় রাস্তা এবং সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে।
.
এদিকে এক বিবৃতিতে হতাহতদের আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কেনিয়াত্তা।
.
তিনি বলেন, ভূমিধসে দেশটির সম্পদ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মী এবং বিভিন্ন বাহিনীকে দ্রুত উদ্ধার কাজ করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
.
কেনিয়ার রেড ক্রস সোসাইটি জানিয়েছে, পোকোটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে উদ্ধারকারীর দল পৌঁছে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে দু’টি বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
.
এদিকে প্রবল বৃষ্টি উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছেন উদ্ধারকারীর দলের এক সদস্য। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech