ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : ইসরাইল বুধবার রাতে গাজা উপত্যকায় সামরিক অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এসব বিমান হামলা চালায় বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর এএফপি’র।
.
বুধবার ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়,‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস জঙ্গিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।’
.
বিবৃতিতে বলা হয়, হামলা চালানো স্থানগুলোর মধ্যে অস্ত্র তৈরীর একটি কারখানা ও ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে।
.
গাজার এক নিরাপত্তা সূত্র জানায়, হামাসের কমপক্ষে দু’টি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া হামাসের মিত্র গ্রুপ ইসলামিক জিহাদের একটি অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়।
.
তবে ইসরাইলের এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
.
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার রাতে ইসরাইলে দু’টি রকেট হামলার জবাবে এসব বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিন থেকে চালানো এ দুই রকেট হামলার একটি ইসরাইলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেয়া হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech