নেদারল্যান্ডসে ছুরিকাঘাতে আহত ৩

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

নেদারল্যান্ডসে ছুরিকাঘাতে আহত ৩

ডেস্ক প্রতিবেদন: নেদারল্যান্ডসের হেগের ব্যস্ততম একটি সড়কে চুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন। শুক্রবার লন্ডনে লন্ডন ব্রিজে উসমান খান নামে এক সন্ত্রাসী ছুরিকাঘাত করে। এতে নিহত হয়েছেন দু’জন। একই দিনে নেদারল্যান্ডসের হেগে একটি শপিং সেন্টারের সামনে প্রধান সড়কে ছুরিকাঘাত করে আহত করা হয় তিনজনকে। স্থানীয় পুলিশের মুখপাত্র মারিজে কুইপার বার্তা সংস্থা এপি’কে শুক্রবার বলেছেন, নেদারল্যান্ডসের এই হামলার পিছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। আহতদের কেউ আশঙ্কাজনক অবস্থায় আছে কিনা তাও তিনি তাৎক্ষণিকভাবে বলতে পারেন নি। পুলিশ বলেছে, এ ঘটনায় কমপক্ষে একজন সন্দেহজনককে তারা খুঁজছে। তার বয়স ৪৫ থেকে ৫০ বছর।
লন্ডনে হামলাকারী উসমান খান আগে থেকেই সন্ত্রাসী অপরাধে অভিযুক্ত। সে জেলে ছিল। সেখান থেকে শর্তসাপেক্ষে মুক্তি পায়। কিন্তু শুক্রবার হামলার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে সে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর