ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন: মুদ্রা পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এর রায়ে বিচারকরা জানান, ইয়ামিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি একটি কোম্পানিকে বেশ কয়েকটি দ্বীপ ভাড়া দেওয়ার বিনিময়ে প্রাপ্ত ১০ লাখ ডলার ফি সরকারি অ্যাকাউন্টে না দিয়ে তিনি নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন। ইয়ামিন প্রথম থেকেই কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছেন। রায় ঘোষণার সময় আদালত চত্বরের বাইরে থাকা সাবেক প্রেসিডেন্টের সমর্থকরাও তাকে নির্দোষ দাবি করেছেন। পাঁচ বছর দোর্দ- প্রতাপে দেশ শাসন করা ইয়ামিন গত বছরের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিরোধী প্রার্থীর কাছে পরাজিত হয়ে ক্ষমতা হারান। বিবিসি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech