ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :: মেডিক্যাল রিপোর্ট না আসায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তবে এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ আপিল শুনানির দিন আগামী ১২ ডিসেম্বর নির্ধারণের আদেশ দিতে চান। এসময় আপিল বিভাগের এজলাস কক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করলে বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন। ফলে জামিন শুনানির পরবর্তী দিন সম্পর্কে ধোঁয়াশা সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘তার (খালেদা) জামিনের বিষয়ে আদেশের অপেক্ষায় আদালতে বসে আছি। আদেশ নিয়ে বের হবো।’
এর কিছুক্ষণ পর অ্যাটর্নি জেনারেল বাংলা গণমাধ্যমকে নিশ্চিত করেন, খালেদা জিয়ার আপিল শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। ওইদিন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
সূত্র : বাংলানিউজ
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech