পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ডেস্ক প্রতিবেদন : দিল্লি সফরকে সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

রোববার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা এই বৈঠক করেন।

সূত্র জানায়, দিল্লিতে আয়োজিত ইন্ডিয়ান ওশান সামিটে যোগ দিতে আগামী ১৩ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে ওশান সামিটে যোগ দেওয়ার পাশাপাশি তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর ঢাকায় ফিরবেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর চলতি বছরের (২০১৯ সাল) ৭ ফেব্রুয়ারি প্রথম দিল্লি সফর করেন ড. মোমেন। এরপর অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় দিল্লি সফরে যান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর