ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক :: চিলিতে ৩৮ আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। সোমবার চিলির বিমান বাহিনী এই তথ্য জানিয়েছে।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হারকিউলিস সি ১৩০ মডেলের বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর পুন্তা এরিনাস থেকে দেশটির স্থানীয় সময় বিকেল ৪ টা ৫৫ মিনিটে উড্ডয়নের পর ৬ টা দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চিলির বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে মোট ৩৮ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৭ জন ক্রু এবং ২১ জন যাত্রী। বিমানটি এন্টার্কটিকার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল।
চিলি সরকার ইতিমধ্যে সতর্কতা ঘোষণা করেছে এবং অনুসন্ধান এবং উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে বলে খবরে বলা হয়েছে। সূত্র: রয়টার্স।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech