ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :: আওয়ামী লীগ ও বিএনপি আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীতে শুরু হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুদিন ব্যাপী জাতীয় সম্মেলন। এই সম্মেলনের আগের দিন আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিএনপির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে দলটি। তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির চার নেতার নামে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।
.
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ফোনে তিনি জানান, ‘আগামীকাল আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টার দিকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি নেতাদের নামে কার্ড পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ ভুঁইয়াসহ তিনজনের একটি প্রতিনিধি দল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসেছিলেন আমন্ত্রণপত্র নিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসের নামে কার্ডগুলো দেওয়া হয়েছে।’
.
শায়রুর কবির জানান, দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সম্মেলনের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech